

কামাল পারভেজ, চট্টগ্রাম :
আবারও আগাম জামিনের আশায় চট্টগ্রাম জেলা ও দায়রাজজ আজিজ আহমেদ ভূঞার আদালত -এ হাজির হয়ে জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে চট্টগ্রাম কারাগারে পাঠিয়ে দেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত এ আদেশ দানের পরপরই টনক নড়ে বসে দূর্ণীতিবাজ কানুনগো দীনেশ কান্তি চাকমার।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫থেকে ২০১৭ সালের মধ্যে রাঙ্গুনিয়া সাব-রেজিস্ট্রি অফিসে আরও আটজনের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এক হাজার ৮০০ একর জমির নামজারি করেন দীনেশ কান্তি চাকমা। অভিযোগের ভিত্তিতে ২০১৯সালের ২৮ জানুয়ারি দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর তৎকালীন উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দীন বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার আট নম্বর আসামি দীনেশ কান্তি চাকমা।
উল্লেখ্য- দীনেশ কান্তি চাকমা তিনি সে সময় রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসে কানুনগো হিসেবে কর্মরত ছিলেন। ১ হাজার ৮ শত জমি ভূয়া নামজারির মাধ্যমে মোটা অংকের উৎকোচ হাতিয়ে নেয়। বর্তমানে কর্মরত আছেন রাঙামাটি সদর ভুমি অফিসে।