

বগুড়া ব্যুরো :
বিগত জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে শনিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচীতে সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ এনসি বাড়ই এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংগঠনের জেলা শাখার যুগ্ম সম্পাদক শুভ শংকর গুহরায়ের পরিচালনায় বক্তব্য রাখেন নিরঞ্জন সিংহ, তপন চক্রবর্তী, প্রশান্ত রায়, ববিতা বর্মন, চন্দন চক্রবর্তী, কবি সুকুমার দাস, গোপাল তেওয়ারি, দিপক রনজন দাস, পরিমল প্রসাদ রাজ, সুচন্দ আচার্য, প্রতাপ মিত্র, সনি কর্মকার, শ্যামল কবিরাজ, সুরেশ রায় প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বিভিন্ন দাবি উপস্থাপন করেন। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাক্কালে প্রতিশ্রুতি নির্বাচনে অঙ্গীকার অনুযায়ী উপস্থাপন করা দাবি সমূহ হলো, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করা। অনতিবিলম্বে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের লক্ষ্যে, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইবুনাল ও আপিল ট্রাইব্যুনালের রায় কোন বাধা ও বিলম্ব ছাড়াই আইনে নির্ধারিত সময়সীবার মধ্যে বাস্তবায়নের জরুরি নির্দেশনা জারি করা, ভুক্ত ভোগীদের পক্ষে অর্পিত সম্পত্ত ি সংক্রান্ত তথ্য রায় ও ডিগ্রী আইনে নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়নে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণে যথাযথ নির্দেশনা প্রদান করা, ২০১৩ সালে বাতিলকৃত খ তফসিলভুক্ত সম্পত্তির খাজনা নেয়ার ক্ষেত্রে তহশীল অফিসের অস্বীকৃতি এবং এসিল্যান্ড অফিসের অহেতুক গরিমসি ও দুর্নীতি বন্ধের নির্দেশনা প্রদান করা, জাতীয় পর্যায়ে এবং প্রতিটি জেলায় ভূমি প্রশাসন, সরকারি আইনজীবী, ভুক্তভোগী জনপ্রতিনিধি, এবং ভুক্তভোগী আইনজীবী প্রতিনিধির সমন্বয়ে মনিটরিং সেল গঠন করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের নিয়মিত পরিবিক্ষণের ব্যবস্থা করা। পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের যথাযথ বাস্তবায়ন করা এবং সমতলের সংখ্যালঘু জাতিসত্তা সমূহের (যেমন সাঁওতাল, গারো, মুন্ডা, ওরাও, মনিপুরী ইত্যাদি) ভূমি রক্ষার স্বতন্ত্রভূমি কমিশন গঠন ও রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা কার্যকর ভাবে বাস্তবায়নের নির্দেশ জারি করা। এতদব্যতীত সংখ্যালঘু আদিবাসীদের স্বার্থ সংরক্ষণে সংখ্যালঘু আদিবাসী মন্ত্রণালয় গঠন করা।