
বগুড়া অফিস: বগুড়ায় ১শ জন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ৩৬ কেজি ওজনের এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মুসলিম এইড এর অর্থায়নে ইএসডিও বাস্তবায়নে রমজান ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
বগুড়া সিরাজগঞ্জের ইএসডিও জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ইএসডিও প্রধান কার্যালয় কর্মকর্তা নির্মল মজুম দার, ইএসডিও ম্যানেজার আব্দুল মান্নান সহ অতিথিবৃন্দ।