

বগুড়া ব্যুরো :
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজলা গ্রামে বালুবাহী ট্রাক ও ট্রলি যাতায়াত করায় সড়ক ভেঙে নষ্ট হয়েছে। আর এই সড়ক ভেঙে নষ্ট হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে কাজলা গ্রামের মেইন সড়কে মানববন্ধন করেছে গ্রামবাসী।
স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে গ্রামবাসীদের মধ্যে বক্তব্য রাখেন সুরুত জামান টিটু, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মিনা বেগম, শিক্ষক জয়নাল আবেদিন, শিক্ষার্থী ইবরাহীম মিয়া প্রমুখ।
মানববন্ধনে রফিকুল ইসলাম বলেন, প্রায় কয়েকমাস ধরে আমাদের কাজলা গ্রামের পাকা সরু রাস্তা দিয়ে বাঙালী নদী খননের কালোবাজারি অবৈধ বালু ট্রাক ও ট্রলি দিয়ে পরিবহণ করা হচ্ছে। এতে জনবহুল এ গ্রামের সরু পাকা রাস্তাটির বিভিন্ন অংশ ধসে গেছে। সড়কটি ভারি যান চলাচলের অনুপযোগী হলেও বালুবাহী ৬ চাকার ভারী যানগুলো চলাচল করছে। বিষয়টি অব্যাহত থাকলে রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হবে। বিষয়টি কয়েকবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন সুরাহা পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, রাস্তা নষ্ট হওয়াতে আমাদের গ্রামবাসীর চলাচলের খুবই অসুবিধা হচ্ছে। আমরা এ বিষয়ে প্রশাসনের সহযোগীতা চাই। প্রশাসন আমাদের সমস্যার সমাধান কেন করছেনা এর জবাব চাই। রাত দিন চব্বিশ ঘন্টাই প্রতি মিনিটে মিনিটে বালুর ট্রাক চলাচল করে। এতে আমরা রাতে ঘুমাতে পারিনা। শিশুদের সবসময় চোখে চোখে রাখতে হয়। তাদের চোখে চোখে রাখতে গিয়ে বাড়ীর কোন কাজই করতে পারিনা। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই। চার ফিট প্রস্থের এই রাস্তা দিয়ে যখন বালুর ট্রাক ঢোকে তখন অন্য কোন যানবাহন রাস্তা ক্রসিং করতে পারে না। ফলে অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা দেরিতে বিদ্যালয়ে পৌঁছে।
ওই কাজলা গ্রামের ৯ম শ্রেণির শিক্ষার্থী ইবরাহিম মিয়া বলেন, রাতদিন সবসময় বালুর ট্রাক ও ট্রলি বিকট শব্দে চলাচল করে। এতে শব্দ দূষণ হয় ফলে আমরা পড়াশোনা করতে পারি না। কখনো রাস্তায় জ্যাম হয়ে রাস্তা বন্ধ হয়ে যায় ফলে স্কুলে যেতে দেরি হয়।
এ বিষয়ে কথা হলে স্থানীয় ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, গ্রামবাসীর মানববন্ধনের বিষয়টি আমি জানি না। তবে বালু পরিবহণ করে রাস্তা নষ্টের বিষয়টি সঠিক। এ বিষয়ে বিভিন্ন মহলে অভিযোগ করেও কোন সুরাহা বা সহযোগিতা পাওয়া যায়নি।