

বগুড়া ব্যুরো :
বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ২শ’ পিস ইয়াবা ও ৪০ বোতল ফেন্সিডিল ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাতভর অভিযানে বগুড়া সদর এবং শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মানকোর পূর্বপাড়ার এরশাদুল হকের ছেলে শাহারুল ইসলাম (২৫) এবং সদরের পাঁচবাড়িয়া হাটের শাহাদত হোসেনের ছেলে সাগর হোসেন ওরফে আতিকুর রহমান সাগর (২৫)।
শুক্রবার বিকেলে গোয়েন্দা পুলিশ জানায়, বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে তাদের একটি টিম বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জের মোকামতলা থেকে সোনাতলাগামী রাস্তায় ২০০ পিস ইয়াবাসহ শাহারুলকে গ্রেফতার করে। অপরদিকে একই দিন দিবাগত রাত ১টার দিকে জেলা সদরের শাখারীয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই ইউনিয়নের পাঁচবাড়িয়া হাট এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ সাগর হোসেনকে আটক করা হয়।
এবিষয়ে বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে সদর ও শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।