

বগুড়া ব্যুরো :
ঈদ-উল-আজহা উপলক্ষে বগুড়ায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ। ঈদ জামায়াতের নিরাপত্তা ও জাল টাকার অপব্যবহার রোধ, সড়ক মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল, পরিবহনে চাঁদাবাজী বন্ধসহ সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক কাজ করছে হাইওয়ে রিজিওন বগুড়া।
বগুড়া পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা গেছে, বগুড়ায় এবার ১ হাজার ৬৮৭টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৪৮টি। ঈদ জামাতকেন্দ্রিক তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি জামাতে নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি ডিবি টিম, সাদা পোশাকে পুলিশ টিম মোতায়েন করা হবে। জেলা জুড়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে থানা, টহল ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। বাসা-বাড়ির পাশাপাশি বিভিন্ন বিপণিবিতানেও এবার থাকবে পুলিশের কড়া নজর। ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতে বাড়ানো হবে পুলিশি টহল।
বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম জানান, সড়কে চাঁদাবাজি বন্ধ করতে তাদের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে বসা পশুরহাটে অজ্ঞানপার্টি, জাল টাকাসহ নানা ধরনের অপরাধ রোধে কাজ করছে পুলিশ। ট্রাফিক ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। এছাড়া যে সকল গরু ব্যবসায়ীরা হাটে পশু নিয়ে আসছেন তাদের নাম ঠিকানা লিখে রাখা হচ্ছে যাতে তারা কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
হাইওয়ে পুলিশ কার্যালয় সুত্রে জানা গেছে, এবার আসছে ঈদুল আযহায় সড়কে দুর্ঘটনা রোধে বিশেষ নজরদারীর ব্যবস্থা করা হচ্ছে। নজরদারি বাড়াতে বগুড়ার বনানী থেকে জেলার শেষ সীমানা বগুড়া বাজার পর্যন্ত হাইওয়ে পুলিশের চারটি মোটরসাইকেলে ৮জন সদস্য ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবেন। দায়িত্বপালনকালে সদস্যরা মোটরসাইকেল দুর্ঘটনা রোধে কাজ করবেন। এছাড়া, বাসে ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টি এবং মহাসড়কে কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে সেই বিষয়ে কাজ করছে।
আন্ত: জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রাসেল মন্ডল জানিয়েছেন, বগুড়া অঞ্চলে কোথাও পন্যবাহী পরিবহনে চাঁদাবাজীর কোন ঘটনা নেই। পুলিশ সদস্যদের পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় পরিবহন মালিক শ্রমিক নির্বিঘ্নে যান চলাচলে মাঠে কাজ করছে।
পরিহন মালিক শ্রমিক যৌথ কমিটির বিভাগীয় নেতা এবং বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের তৎপরতায় বিগত সময়ে ন্যায় এবারো মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে। ঈদ উপলক্ষে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি পরিবহন মালিক শ্রমিকরা বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছে। তিনি ওভারলোড ও রাস্তার উপর যততত্র যানবাহন দাঁড় করিয়ে যাত্রী উঠানামা বন্ধসহ বেপরোয়া গতিতে যানবাহন না চালিয়ে সড়কে শৃঙ্খলা মেনে পরিবহন পরিচালনার জন্য মালিক শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মুুনশী শাহাবুদ্দিন জানান, ঈদের ছুটিতে বগুড়া সড়ক মহাসড়কে যেন দুর্ঘটনা না হয় সে বিষয়ে পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়েছে। বগুড়া রিজিয়নের আওতায় রংপুর ও রাজশাহী বিভাগে পাঁচ শতাধিক পুলিশ সদস্যরা মাঠে নেমেছে। তিনি বলেন, বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনার প্রবনতা বেশি। মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালাতে দেওয়া হবে না। সেই সঙ্গে সড়ক মহাসড়কে ইজি বাইক, মোটরসাইকেল ও চার্জার রিক্সা নামতে দেওয়া হবে না। চাঁদাবাজীসহ মহাসড়কে যেকোন অপরাধ প্রতিরোধে হাইওয়ে পুলিশ সদা তৎপর রয়েছে বলে তিনি জানান।