বগুড়ায় টানা কয়দিন বৃষ্টির পর আজ রোদ ওঠায় পাট শুকাতে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা। বগুড়া শহরের ফুলবাড়ি নয়া নদীর ঘাটের ব্রীজে উপর পাট শুকাচ্ছে কৃষকরা।
ছবিটি ক্যামেরা বন্দিকরেছেন সজল শেখ, ফটো সাংবাদিক, বগুড়া অফিস।