

বগুড়া ব্যুরো:
বগুড়ায় বাজারেরে ব্যাগ থেকে জীবন্ত নবজাতককে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের জলেশ্বরীতলা পৌরসভা লেন এলাকার গণমাধ্যম কর্মী মুরশিদ আলমের বাড়ির সামনে থেকে মেয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়। মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক ৩/৪ দিন হবে বলে ধারণা করা হচ্ছে।
বগুড়া সদর ফাঁড়ির ইন্সপেক্টর তাজমিলুর রহমান নবজাতকটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে গিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জলেশ্বরীতলা পৌরসভা লেনের গণমাধ্যম কর্মী মুরশীদ আলমের বাড়ির সামনে বাজারের ব্যাগের উপর নবজাতককে কে বা কাহারা রেখে চলে যান। এসময় নবজাতকটি কান্না শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এসে দেখে একটি নবজাতককে বাজারের ব্যাগের উপরে রাখা হয়েছে এবং নবজাতকটি কান্না করছে। উপস্থিত লোকজন সদর ফাঁড়ি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে সদর থানার তদন্ত ইন্সপেক্টর জাহিদুল হক, সদর ফাঁড়ির ইন্সপেক্টর তাজমিলুর রহমান, এসআই খোরশেদ সহ পুলিশ সদস্যরা উপস্থিত হোন। পুলিশ সদস্যরা নবজাতকটিকে উদ্ধার করে স্থানীয় সাইক ক্লিনিকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তাজলিমুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে ওই নবজাতককে ক্লিনিকে পরে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে নেয়া হবে।
এবিষয়ে সদর থানার তদন্ত ইন্সপেক্টর জাহিদুল হক জানান, বাজারের ব্যাগের উপর রেখে যাওয়া নবজাতককে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। নবজাতক মেয়েটি সুস্থ রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কে বা কারা নবজাতকে রেখে গেছেন তাদেরও সন্ধান চলছে বলেও জানান তিনি।