
বগুড়ায় বিভিন্ন পুকুর ও বিলে ফুটেছে গোলাপি রঙের হাজারো দৃষ্টিনন্দন পদ্মফুল।
অসংখ্য পাপড়ির চমৎকার বিন্যাসে সজ্জিত একেকটি পদ্ম যেমনি সুগন্ধি ছড়াচ্ছে, তেমনি খুব সহজেই যেকোনো মানুষের হৃদয় কেড়ে নিচ্ছে। পদ্মের এই অপরূপ শোভা মুগ্ধ করছে সবাইকে।
ছবিটি বগুড়া শহরের ফুলবাড়ি এলাকা থেকে তুলেছেন দৈনিক দেশবাংলা বগুড়া অফিসের ফটো সাংবাদিক সজল শেখ।