
বগুড়া ব্যুরো :
বগুড়ার সদরের ছোট কুমিড়ায় পূর্বশত্রুতার জেরে লিটন শেখ (৩২) নামে এক পিকআপ ভ্যান চালককে ছুরিকাঘাতে ও ফুটবল খেলাকে কেন্দ্র গাবতলী উপজেলার হোসেনপুরে মামুন (২৪) নামে এক যুবক জিআই পাইপ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত লিটন শেখ বগুড়া সদরের ছোট কুমিড়ার মৃত আশরাফ আলীর ছেলে, এঘটনায় রিতা বেগম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং নিহত মামুন (২৪) গাবতলী উপজেলার হোসেনপুর গ্রামের টায়েরপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
বগুড়া সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, শনিবা বেলা ১২টার দিকে সদর উপজেলার ছোট কুমিড়া পশ্চিমপাড়ায় পূর্বশত্রুতার জেরে পিকআপ ভ্যানচালক লিটন শেখকে ছুরিকাঘাত করা হয়। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় শনিবার রাতে লিটনের বোন ডলি বাদী হয়ে মামলা করেছেন। এরপরেই মামলায় অভিযুক্ত রিতা বেগম (৩০) ছোট কুমিড়া পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার রহিমের স্ত্রী।
রোববার বেলা ১১টার দিকে সদরের উপশহর ফাঁড়ির এসআই হাফিজুর রহমান জানান, পূর্বশত্রুতা ও বাকবিতন্ডায় হাতাহাতির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে গাবতলী থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার হোসেনপুর গ্রামে শনিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে তর্কবিতর্ক ও ঝগড়াঝাঁটির এক পর্যায়ে খেলা শেষ হয়। খেলায় হোসেনপুর টায়ের পাড়া এলাকার মামুন (২৪) ও খোকন (৩২) এর মধ্যে বাকবিতন্ডা হয়। এঘটনার পর রাত পৌণে ১০টায় দিকে মামুন স্থানীয় মুদি দোকানে বসেছিল এসময় খোকন পিছন থেকেধধধ লোহার জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করে। মামুনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার দুপুরে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ফুটবল খেলায় বাকবিতন্ডায় মামুনকে খোকন জিআইপি দিয়ে আঘাত করেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এদিকে ঘটনায় অভিযুক্ত খোকনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।