
নয়ন মৃধা, পটুয়াখালীঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার নামে প্রতি বছরের ন্যায় এবারও কুরবানী দিবেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কাজী আলমগীর হোসেন। আগামীকাল ১০ জুলাই ঈদুল আজহার নামাজের পর দুটো গরু ও একটি ছাগল দিয়ে কুরবানী দিবেন তিনি। জানাগেছে গরু দুটো দেড় লক্ষ ও ছাগলটি পচাত্তর হাজার টাকায় ক্রয় করা হয়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কাজী আলমগীর হোসেন বলেন, জেলা আওয়ামী লীগের দায়িত্ব পাওয়ার পরে আমি নিজে চিন্তা করলাম যার কারনে এই বাংলাদেশ, যার কারনে এই স্বাধীন ভূখন্ড, যার কারনে এই লাল সবুজের পতাকা তার নামে কুরবানী হওয়া উচিত এই চিন্তা ভাবনায় তিন বছর ধরে জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার নামে কুরবানী দিয়ে আসছি। আমরা যারা আওয়ামী লীগ প্রেমী এবং মা বাবার নামে কুরবানী দেই ঠিক তেমনি বঙ্গবন্ধুর নামেও কুরবানী দেয়া উচিত বলে আমি মনে করি। তিনি আরো বলেন, মহান আল্লাহতালা আমায় যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার নামে কুরবানী দিয়ে যাবো।এছাড়া তিনি বহুল প্রতিক্ষীত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলের মানুষদের ভাগ্য পরিবর্তন করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।