
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচীত হয় সোনাহাট ডিগ্রী কলেজ, তিলাই উচ্চ বিদ্যালয় ও ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদরাসা। এছাড়াও কলেজ, উচ্চ মাধ্যমিক, কারিগরি এবং মাদরাসা পর্যায় ৪ জন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষককের পুরুস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপর পুরুস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন।
বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রগ্রামার রুবেল হোসেন, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসার প্রধান ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।