
শান্তনু হাজরা -কলকাতা ,ভারতঃ
পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকর এনডিএ’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে নাম ঘোষণা করল ,ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগদ প্রকাশ নাড্ডা দিল্লী বিজেপির কার্যলয়ে থেকে ঘোষণা করে। আর জানান যে ভারত পৃথিবীর বৃহত্তর লোকতন্ত্র দেশ যেখানে রাষ্ট্রপতি পদপ্রার্থী হলো আদিবাসী সম্প্রদায় মহিলা ,আর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন দেশের সাধারণ কৃষক পুত্র জগদীপ ধনকর বর্তমানে বঙ্গের রাজ্যপাল।অপরদিকে
বঙ্গের রাজ্যপাল ,উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কে সমর্থন জানিয়েছে এনডিএ’র অনান্য সদস্যগণ।
২৪ জুলাই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মেয়াদ সম্পন্ন হচ্ছে ,ভারতীয় সংবিধান ৬২ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে হবে। ১৮ জুলাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ভোট গ্রহণ হবে, ভোটার সংখ্যা ৫,২,৩৪৩। আর ৬ আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন ভোটগ্রহণ পর্ব শুরু হবে।
অপরদিকে ভারতের রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপ্যাধায়ের দিকে , উপরাষ্ট্রপতি সমর্থন কে নিয়ে ।পশ্চিমবঙ্গ দার্জিলিং এর রাজভবনে মমতা বন্ধোপ্যাধায় সাথে বৈঠক করেছেন বঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।
এমনিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে রাজ্য পালের দন্দ কিন্ত বারবার প্রকাশ্যে এসেছে।
তবে এখনো পর্য়ন্ত এনডিএ বিরোধীদের তরফে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নাম ঘোষণা করেনি, এই দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারত ও পশ্চিমবঙ্গ রাজনৈতিক মহল।