
শান্তনু হাজরা , কলকাতা ভারতঃ
আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনী ভোট গ্রহন শুরু হয় সকাল ১০ টা নাগাদ । সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইউপিএ প্রার্থী যশবন্ত সির্নহা কে সমর্থন জানিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সভার একাংশ সদস্য চলচিত্র জগতের পরিচালক ও তারকা।
তারকারা বঙ্গ বিধানসভা তে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহন এর সাথে ভোটদান করার পর বাইরে বেরিয়ে সেলফি তুলতে ব্যাস্ত হয়ে পড়েন নিজেদের সংগঠিত করে।
রাজ্য সভার সদস্য ও ভারতীয় পর্লামেন্ট সদস্য তারকা হলো , চলচিত্র পরিচালক রাজ চক্রবর্তী ,ও বাংলা অভিনেত্রী জুন মালিয়া, শত্বাদী রায় ,সোহম চক্রবর্তী চিরঞ্জিত চক্রবর্তী ,নুসরাত জাহান ,মিমি চক্রবর্তীরা।


অভিনেতা সোহম চক্রবর্তী জানান যে তৃণমূল সুপ্রিম মমতা বন্ধোপ্যাধায় ভারতের রাষ্ট্রপতি পদপার্থী যশবন্ত সির্নহা কে সমর্থন জানিয়েছে ,আমরা দিদির অনুগামী ভোট দান সাধরণত ইউপিএ প্রার্থীদিকে থাকবে। তিনি আরও এই প্রথম দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করতে পেরে বেশ আনন্দিত।
ভারত যুক্ত রাষ্ট্রীয় এর জন্য এখানে দেশের সাধারন জণগন দারা নির্বাচিত হয়না রাষ্ট্রপতি।দেশের জণগন রাজ্যসভার সদস্য ও লোকসভা সদস্য দের নির্বচনে জয়জুক্ত করেন তারা রাইসিনা হিল লড়াই অংশগ্রহণ করে।
এক কথা বলা যেতে পারে ভারতীয় জনগণ তাদের নির্বাচিত সদস্য দের হাতে এই ক্ষমতা তুলে দেন।