
শান্তনু হাজরা , প্রতিনিধি কলকাতা , ভারতঃ
পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর ইস্তফা দিলেন রাষ্ট্রপতির দরবারে। কারণ গর্ভনর ভারতের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মনোনীত হয়েছে এনডিএ’র জোটের। ১৯ জুলাই মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন তার আগে ইস্তফা দিলেন ।বর্তমানে বঙ্গের রাজভাবনের সিংহাসন শূন্য রয়েছে।স্থায়ী রাজ্যপাল না থাকলেও বাংলদেশ সীমান্তবর্তী রাজ্য মনিপুর,আর সেই রাজ্যর রাজ্যপাল কে বঙ্গের রাজভবনের দায়িত্ব পালান কারার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় পার্লামেন্ট সূত্র মারফত জানা যাচ্ছে, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলে। দেশের ১৬ তম রাষ্ট্রপতি জানিয়ে দেবে পশ্চিমবঙ্গের গর্ভনর পদ কে থাকবেন।
সেই দিকে তাকিয়ে আছে বঙ্গ রাজনৈতিক ও প্রশাসন মহল।
বর্তমান রাজ্যপালের গায়ে রাজনৈতিক রঙের তকমা লেগেছিল । আর বারবার মূখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় বনান বঙ্গ গর্ভনর জগদীপ ধমকরের বাক্যের লড়াই দেখা যেত।
এমনিতেই বঙ্গ বিধানসভার শাসক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনিপুরের গর্ভনর লা -গণেশষন কে স্বাগতম জানিয়েছে বঙ্গ রাজ্যপালের দায়িত্ব নেওয়ার জন্য।
তবে শোনা যাচ্ছে আবরও বিজেপি ঘনিষ্ট কে আনা হবে রাজ্যের গর্ভনরের দায়িত্বে।মমতা বন্ধোপাধ্যায়কে টেকনিকেল পদ্ধতীতে ও রাজ্য সরকারের উপর চাপ সৃস্টি করতে এই উদ্যোগ ভারতীয় জনতা পার্টির।
এমনটা মত সিপিএম , জাতীয় কংগ্রেস ,ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট বিজেপি বিরোধী সংগঠন গুলির।
সব জল্পনা কাটবে রাস্ট্রপতি নির্বাচনী ফালাফল প্রকাশের পর ,বঙ্গ কে আসছে নতুন রাজ্যপালের দায়ীত্বে, সে দিকে নজর সমগ্র সমগ্র ভারতের।