
ভ্রমমান প্রতিনিধি খুলনা।।
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের সাচিবুনিয়া এলাকার ভূমিদস্যু খ্যাত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক হাওলাদার কে জেলা ছাত্রলীগের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি, মোঃ পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক, মোঃ ইমরান হোসেন এর স্বাক্ষরিত জেলা ছাত্রলীগের প্যাডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে মোঃ ওমর ফারুক হাওলাদার সহ-সভাপতি খুলনা জেলা ছাত্রলীগের পদ থেকে সাময়িক বহিষ্কার করেছেন। জেলা ছাত্রলীগের প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন একটি তথ্য নিশ্চিত করেছেন বলে জানা যায়।
মোঃ ওমর ফারুক হাওলাদার দীর্ঘদিন ধরে জলমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে জমিতে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল।গত ২১শে নভেম্বর খুলনা’র বটিয়াঘাটা আমলী আদালতে মোঃ তৌহিদুর রহমান বাদী হয়ে ৪২০/৪০৬ ও ৫০৬ ধারায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন।উক্ত মামলায় তাকে গ্রেফতারও করে বটিয়াঘাটা থানা পুলিশ।
এব্যাপারে ভুক্তভোগী মোঃ আমিনুল ইসলাম গত বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে মোঃ ওমর ফারুক হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার এক জরুরি বৈঠকে মোঃ ওমর ফারুক হাওলাদার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রেক্ষিতে এক তদন্ত কমিটি গঠন করেন।উক্ত কমিটি গত ১১মে ২০২৩ এর মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশও প্রদান করেন এবং ১৩মে শনিবার উমর ফারুক হাওলাদার কে জেলা ছাত্রলীগের পদ থেকে সাময়িক বহিষ্কার করেন।