
(খবরঃ এমপি কর্তৃক চেয়ারম্যানকে কিল ঘুষি, উভয় গ্রুপে সংঘর্ষ, দেবীদ্বারের কাউন্সিল স্থগিত)
চেয়ারম্যানকে টাইট দিতে
এমপি দিলো কিল,
ওই ঘুষিতেই বন্ধ হলো
সাধের কাউন্সিল।
দুই গ্রুপে চললো লড়াই
পড়লো চালে ঢিল,
হরেকরকম ক্যাডার এসে
করছে রে কিলবিল।
কেউবা ভয়ে দৌড়ে পালায়
লাগায় ঘরে খিল,
এমপি রাজীর এক ঘুষিতেই
বন্ধ কাউন্সিল।
—————- সজীব আকবর।