সম্পর্কিতপোস্ট


এম,কামাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রামঃ
জেলার প্রত্যন্ত দুর্গম বরকল উপজেলার টিসিবির পণাদি রাঙামাটিতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। আজ সোমবার বিকালে বরকল উপজেলাধীন সুভলং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম উক্ত ওয়ার্ডের টিসিবির পণাদি জনগনের মধ্যে বিতরণ না করে রাঙামাটি শহরে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসেন। প্রত্যক্ষদশীরা জানান, সুভলং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম বরুনাছড়ি তার নিজ বাড়ির ঘাট থেকে তিন বস্ত চাউল,১৫– ২০ লিটার সোয়াবিন তৈল ও ১০ -১২ কেজি ডাল নিয়ে বোটে উঠেন। সন্দেহ হওয়াতে বোটের মধ্যেই লোকজন কানাঘুষা করতে থাকে। পরে প্রত্যক্ষদশীরা ও জানতে পেরেছে এসব টিসিবির পণ্য। এব্যাপারে বোটম্যান মিন্টু চাকমা জানান, জাহাঙ্গীর আলম মেম্বার তার ঘাট হতে রাঙামাটির উদ্দেশ্যে তিন বস্তা চাউল,তেল ও ডাল নিয়ে আমার বোটে উঠে। তবে এসব চাউল,ডাল ও তেল কোথায থেকে এনেছে তা আমি জানি না। সুভলং ইউপি চেয়ারম্যন তরুণ জ্যোতি চাকমা বলেন, টিসিবির পণ্যাদি রাঙামাটি শহরে যাওযার কথা না সেখানে গেল কি করে! জাহাঙ্গীর আলম মেম্বার তো আমাকে বলেছেন সঠিক ভাবে মালামাল বিতরণ করা হয়েছে। কাজটি ঠিক করেনি সে। এ ব্যাপারে বরকল উপজেলা নির্বহী অফিসার জুয়েল রানাকে এই নাম্বারে ০১৭১৯৯…৬৬ ফোন করা হলে রিং পরা সত্বেও তিনি ফোন রিসিভ করেনি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ ফলের দোকানের সামনে চাউল,তেল টিসিবির পণ্যাদি সহ তাকে হাতে নাতে ধরা হয়েছে। এ ব্যপারে জাহাঙ্গীর আলম মেম্বার বলেন, সত্যি করে বলছি এগুলো টিসিবির পণ্যাদি। তবে আমার ৯ নং ওয়ার্ডের প্রায় ১৫ জন টিসিবির মালামাল নেয়নি ও মালামাল আমি ক্রয় করে নিয়েছি। তবে উক্ত ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বক্তব্যের কোন মিল পাওয়া যায়নি।