
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
ঈদের প্রাক্কালে বরপেটার জিহাদি সন্দেহে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের আসামরাজ্যের বরপেটার হাউলির উত্তর কালঝাড়ের পুলিশ এক অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ২ জন হলেন উত্তর কালঝাড়ের মোকদ্দস আলি আহমেদ ও শফিকুল ইসলাম। মোকদ্দস আলির বাড়ির সামনের বাগান থেকে তিনটি হাতবোমা, তিনটি ইলেকট্রিক ডেটোনেটর ও চারটি বিস্ফোরক নিওজেন নাইনটিন ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা দুজন সম্পর্কিত ভাই। বৃহস্পতিবার গভীর রাতে বরপেটা সদর ডিএসপি সমুদ্র দত্ত বরুয়ার নেতৃত্বে হাউলি পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক সহ তাদের গ্রেফতার করেন। উল্লেখ্য, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম আগে জামাত- উল- মুজাহিদীন বাংলাদেশের ( জেএমবি) সঙ্গে যুক্ত ছিলেন। শফিকুল ইসলামকে ২০১৯ সালে জেএমবির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। তাই শফিকুল ইসলাম আবার ও বরপেটায় জিহাদ ছড়ানোর সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।