

বরিশিল অফিস :
বরিশালের প্রানকেন্দ্র লুকাস কম্পাউন্ডে উন্মুক্তভাবে দৈনিক দেশবাংলা পত্রিকা পাঠের আয়োজন করলো এফ এফ এল বিডি ফাউন্ডেশন। ৯ জুলাই শনিবার সন্ধ্যার পরে দেয়ালে আনুষ্ঠানিকভাবে পত্রিকা টাঙিয়ে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বরিশাল বানী সম্পাদক ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মামুন অর রশিদ। তিনি বলেন, দৈনিক দেশবাংলা পাঠকপ্রিয় হবে। কারন পত্রিকাটি সাংবাদিকদের হাতে গড়া পত্রিকা। গনমানুষের মুখপাত্র হিসেবে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করবে। তিনি পত্রিকার সার্বিক মঙ্গল কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দেশবাংলার বরিশাল ব্যুরো প্রধান মামুনুর রশীদ নোমানী,সিটি রিপোর্টার নাজমুল হক,সাংবাদিক এম সাইফুল ইসলাম, ফিরোজ আহমেদ প্রমুখ।
উপস্থিত সাংবাদিকরা বলেন , দেয়ালে টানানো পত্রিকা ঠিক, কিন্তু এটি আসলে দেয়াল ভাঙার পত্রিকা। এখন মানুষকে আমরা আলাদা করে ফেলছি। প্রত্যেকে সংকীর্ণ ও ছোট হয়ে যাচ্ছি। সংকীর্ণতা, বিচ্ছিন্নতার দেয়াল ভেঙে সৃষ্টিশীলতার দেয়াল গড়ে তুলবে দৈনিক দেশবাংলা ।দেয়ালে পত্রিকা টাঙ্গিয়ে দেয়া হলে আপামর সর্বসাধারন পত্রিকা পড়তে পারে। এটি একটি সৃষ্টিশীলতার চর্চা। এ চর্চাকে বিকশিত করবে দৈনিক দেশবাংলা।
পরে সর্বসাধারনের জন্য দৈনিক দেশবাংলা পাঠের জন্য উম্মুক্ত করে দেয়া হয়।