
আব্দুল কাইয়ুম, কুয়াকাটা (পটুয়াখালী):
কুয়াকাটা মুখি পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মাধ্যমে সমুদ্র সৈকত দর্শনে আসেন কুয়াকাটা সমুদ্র সৈকত কক্সবাজারের তুলনায় সংকীর্ণ হলেও এখানে রয়েছে দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত জুড়ে সংরক্ষিত বনাঞ্চল এবং দেশের একমাত্র স্থান যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের এক অপরূপ লীলাভূমি।
কুয়াকাটা সৈকতে ভ্রমণের জন্য বাস ও লঞ্চযোগে কুয়াকাটা সমুদ্র ভ্রমণ করা যায়। পটুয়াখালী ও বরিশাল বিমান অবতরন কেন্দ্র রয়েছে। বিশেষ কারন ছাড়া বরিশাল বিমানবন্দরে থেকে প্র্যত্যহ প্লেন যাতায়াত করছে। বেশ কয়েকটি মাধ্যমে ভ্রমণ করা যায় বলে পর্যটকরা তাদের পছন্দসই যোগাযোগ মাধ্যমকে ব্যাবহার করে। বিশেষ করে দক্ষিনাঞ্চল নদীমাতৃক হওয়ার কারনে গড়ে উঠেছে বরিশাল, পটুয়াখালী, আমতলী ও কলাপাড়ায় মোট চারটি লঞ্চ টার্মিনাল রয়েছে। ঢাকা থেকে যোগাযোগের মাধ্যম নদী পথে যে কারনে পর্যটকদের কুয়াকাটা ভ্রমণের আগ্রহ রয়েছে একটি বিশেষ অংশে। কিন্তু বিভাগের মধ্যে প্রতিটি লঞ্চ টার্মিনালে আগত পর্যটকদের টার্গেট থাকে অধিকাংশ বাস শ্রমিকদের, কেননা এর একটি আয়ের উৎস দিয়েই দক্ষিনাঞ্চলের বিশেষ কয়েকটি খাতকে প্রভাবিত করে। কিন্তু কিছু অসাধু বাস স্টাফরা এরমধ্যেও একপ্রকার খামখেয়ালী করে অধিকাংশ আঞ্চলিক যাত্রীসহ পর্যটকের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের লোভে পরে হয়রানি থেকে শুরু করে মারধরের ঘটনা ঘটায় কুয়াকাটার এমহাসড়কের বাসগুলোতে কর্মরত শ্রমিকরা। স্থানীয়রা বলছেন বাস কতৃপক্ষের প্রভাব বিস্তার করে দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কে অনেক বাস শ্রমিকরা এতে সাধারণ যাত্রীরা রোষানলে!
কুয়াকাটায় পর্যটকদের ওপর বাসে হামলা ও মারধর – স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে পর্যটকরা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং নানা সময়ে বিভিন্ন অভিযোগের তোপের মুখে পরতে হয় পর্যটন নগরীর সংস্লিষ্টদের। এনিয়ে কয়েক দফায় পর্যটকদের অভিযোগ রয়েছে।
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন কুটুমের সম্পাদক হোসাইন আমির বলেন এভাবে দুএকটি ঘটনাকে কেন্দ্র করে সমালোচিত হয় পর্যটন কেন্দ্রটি, এতে পর্যটন শিল্পের অর্থনৈতিক খাতে ব্যহত হয় বিষয়টি যখন প্রচার হয় বিভিন্ন মাধ্যমে এটি পর্যটন নগরী কুয়াকাটাকে প্রশ্নবিদ্ধ করে পর্যটকরা! আর লোকাল বাসে যাতায়াত ব্যাবস্থার ভোগান্তি কিছুটা নিরসন হলেও পদ্মাসেতু উদ্বোধনে পর থেকে কুয়াকাটামুখী বাসগুলো কিছুটা বেপরোয়া হয়ে উঠেছে এবং তুলনামূলক বরিশাল কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে দূর্ঘটনা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
সূত্র ধরে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে পর্যটন নগরী কুয়াকাটায় শনিবার (১৬ জুলাই, ২০২২) বিকেলে পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকত ভ্রমণ পথে অধীনস্থ জেলার লোকাল যাত্রীবাহী বাসে কর্মরত শ্রমিকরা হামলা ও মারধর করেছে পর্যটক একদম্পত্তিকে।
পরিবারের ৮জন সদস্যের একটি দল নিয়ে তারা কুয়াকাটা সমুদ্র সৈকত দর্শনে আগাত পর্যটক ছিলেন।
জানাযায় এসময় তারা ঘটনার ভিডিও ধারণ করার অপরাধে আগত পর্যটকের কাছ থেকে তার মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। এবং ঐ পর্যটক দম্পতির গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ তুলেছে পর্যটকরা।
নরসিংদীর বাবুর হাট থেকে আগত রুবেল নামের এক ব্যবসায়ী জানান তার পরিবারের আট সদস্যকে নিয়ে বরিশাল থেকে বাসে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমনে আসেন। পথিমধ্যে বাসের মধ্যে যাত্রী দাঁড়িয়ে থাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাস স্টাফদের গালাগাল ও পরে কুয়াকাটায় পৌঁছে বাস থেকে নামার পর হামলা ও মারধরের ঘটনা ঘটে। রেহাই পায়নি ওই পর্যটক পরিবারের নারী সদস্যরাও। মারধরের
একপর্যায় পর্যটক রুবেলের আড়াই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। কুয়াকাটা আগত পর্যটকরা হচ্ছেন, মোঃ রুবেল, রিপন মাহমুদ ও মোসাম্মৎ হনুফা বেগম। হামলার শিকার রুবেল জানান, তারা পারিবারিকভাবে শিশু সন্তানসহ ৮জন বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ‘ছন্দা’ পরিবহন নামের (পটুয়াখালী-ব-৩১-০০৪৫) বাসে বেলা ১১টার দিকে ওঠেন। পথিমধ্যে রুবেলের সঙ্গে থাকা তার শিশু সন্তান অসুস্থ হয়ে পড়লে তার নির্ধারিত সিটে ওই শিশুকে শুইয়ে রেখে নিজে দাঁড়িয়ে থাকেন। এসময় বাসের কন্ডাক্টর এসে দাঁড়িয়ে থাকলে একজনের বাড়তি ভাড়া গুনতে হবে বলে উচ্চবাক্য বিনিময় করেন। এ ঘটনার কিছু অংশ ভিডিও করেন রুবেল এবং পাশের সিটে বসা পর্যটক লক্ষ্মীপুর থেকে কুয়াকাটা ভ্রমণে আসা ওই বাসের যাত্রী রিপন মাহমুদ। কন্ডাক্টর মোবাইল ফোনে ভিডিও করায় হুমকি দিয়ে চুপ থাকেন। বিকেলে বাসটি কুয়াকাটায় এসে থামতেই বাস শ্রমিকরা সংঘবদ্ধভাবে পর্যটক পরিবারটির ওপর হামলে পড়ে। ভিডিও করার অপরাধে মারধর করানো হয় পর্যটক রিপন মাহমুদকেও। খবর পেয়ে ঘটনাস্থলে মহিপুর থানার এসআই মোজাম্মেল গিয়ে বাসের চালক মোঃ কামাল ও সুপারভাইজার জামালসহ ওই পর্যটকদের থানায় ডেকে নেয়।
বাস চালক কামাল হামলার বিষয় অস্বীকার করে বলেন, একটু কথা কাটাকাটি হয়েছে। রুবেল জানান, তাকে মারধর করে স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে গেছে। মোবাইল ভেঙ্গে ফেলা হয়েছে।
মহিপুর থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পর্যটক পরিবারটি লিখিত অভিযোগ দিতে অস্বীকার করায় আইনগত পদক্ষেপ নেওয়া যায়নি, তবে আলোচনা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।
কুয়াকাটা মাল্টিমিডিয়ার অভিনেতা নাসির হোসাইন বলেন নানা সময়ে দু’একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পর্যটকরা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং নানা সময়ে বিভিন্ন অভিযোগের তোপের মুখে পরতে হয় পর্যটন নগরীর সংস্লিষ্টদের। এনিয়ে কয়েক দফায় পর্যটকদের অভিযোগ রয়েছে। অবশ্যই এবিষয় গুলোর প্রতি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মাধ্যমে পর্যটক ভোগান্তি নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হলে এবং ঘটনার মূল রহস্য বের করে তা গণমাধ্যমে তুলে ধরা উচিৎ না হলে এর একটি বিরূপ প্রভাব ফেলবে পর্যটন কেন্দ্র কুয়াকাটার প্রতি ভ্রমণ পিপাসু পর্যটকদের। তাই সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের আরো আন্তরিক হতে হবে নতুবা পর্যটন খাতে এর বিশেষ প্রভাব পারবে অচিরেই। সড়কের বাস সার্ভিসের অবস্থাপনা চলতে থাকলে দেশে উন্নয়নের মহাসড়কে আধুনিকতার ছোঁয়ায় একসময় মানুষের চেয়ে যানবাহন বেড়ে যাবে। তাই আমাদের পর্যটন শিল্পের স্বার্থে এখনই দায়িত্বশীলতা এবং সচেতনতার বিষয়ে আরো কঠোর নিয়মের মধ্যে আনার জন্য পর্যটন শিল্পের সাথে জড়িত এবং দায়িত্বশীল সকলের দৃষ্টি আকর্ষণ করবো।