
সজল শেখ, বগুড়া অফিস:
শীতের কুয়াশার চাদর দূরে ঠেলে গাছে গাছে দেখা দিতে শুরু করেছে শিমুল ফুল। সেই শিমুল ফুলে একে অপরের সাথে খুঁনসুটিতে মেতেছে কাঠ শালিকের সাথে সোনালী পিঠ কাঠঠোকরা। পিছন থেকে যেন বলছে ‘বসন্ত এসে গেছে’। ছবিটি শহরের নবাববাড়ি সড়ক থেকে তোলা।


শিমুল ফুলে পরাগ খুঁজে ফিরছে দুই কাঠ শালিক। বগুড়া শহরের নবাববাড়ি সড়ক থেকে তোলা।