
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
ভারতের আসামরাজ্যের শিলচর বেতুকান্দি বাঁধ কাটা কান্ড নিয়ে প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালকে জড়িয়ে দেওয়ায় বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। শনিবার মামলা করলেন প্রাক্তন বিধায়ক নিজে। বাঁধ কাটার ঘটনায় গ্রেফতার হওয়া রাজু দেবের পেছনে তাঁর হাত রয়েছে বলে দাবি করে বিজেপির কিছু সংখ্যক কর্মকর্তারা অপপ্রচার চালানোর অভিযোগ এনে শনিবার শিলচর সদর থানায় বিজেপি কর্মী জয়ন্ত চক্রবর্তী, কৃশানু দাস, পিকে ঘোষ, রুপম দে, অশোক পুরকায়স্থ, বিশাল বসাক, সম্রাট চৌধুরী, সুমনা দাস এবং শান্তনু রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই বিজেপি কর্মীরা সমাজে তাঁর সম্মান ও ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনেছেন দিলীপ পাল। উল্লেখ্য, শুক্রবার সাংবাদিক বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক অভ্রজিত চক্রবর্তী বলে ছিলেন বেতুকান্দি বাঁধকাটা কান্ডে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পেছনে যেসব নেতৃবৃন্দ রয়েছে তাদের তদন্তের আওতায় আনা হোক। অর্থাৎ সম্প্রতি গ্রেফতার হওয়া রাজু দেবের নাম জড়ানোর পেছনে প্রাক্তন ডেপুটি স্পিকার দিলীপ পালের জড়িত থাকার গন্ধ পাচ্ছে বিজেপি। এক ফেসবুক পোস্ট দেখিয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভ্রজিত চক্রবর্তী একথা বলেছিলেন। তিনি এও বলেছিলেন রাজু দেব বিজেপির সদস্য নন। তিনি দিলীপ পালের অনুগামী। সম্প্রতি একটি পোস্ট করে ভবিষ্যতের সাংসদ হিসেবে দিলীপ পালকে চাইছেন রাজুদেব। তার এই পোস্টে স্পষ্ট বতর্মান বিজেপিকে বদনাম করে বাঁধ কেটে দিলীপ পালের ভবিষ্যৎ সুনির্দিষ্ট করা। তাই রাজু দেবের পেছনে যারা রয়েছেন তাদেরও তদন্তের আওতায় এনে মুখোশ খুলতে হবে। এদিন জেলা বিজেপির কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার অন্যতম অন্য সাধারণ সম্পাদক শংশাক পাল।