
প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রামঃ
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোরশেদুল হক (৫৫) নামে মাদ্রাসার এক অধ্যক্ষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কের সরল ইউনিয়নের পাইরাং এলাকার দেলা মিয়া মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোরশেদুল হক দারুচ্ছালাম আর্দশ সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাধনপুর বাণীগ্রাম মীর বাড়ী এলাকার মৃত আব্দুর রউফের ছেলে। আহতরা হলেন- শেখেরখীল ৮ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমিনের ছেলে মো. মোজাম্মেল (৩০) এবং একই উপজেলার কালীপুর ইউনিয়নের মতি দেব নাথের ছেলে অলক দেবনাথ (২০)। এদের মধ্যে অলক দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।