
কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ উপলক্ষে ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবির্নি।
শুক্রবার (১৭ মার্চ) সিলেটে এই ট্রফি উন্মোচন করে তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামরে রেখে আগেই থেকে অনুশীলন করেছিল দুই দল। ট্রফি উন্মোচনের আগে বাংলাদেশের অনুশীলন শেষে দুপুর ১টার দিকে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করেন সাকিব-তামিমরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ম্যাচটি গড়াবে দুপুর ২টায়।