
উথোয়াইচিং মারমা, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে নতুন জামছড়ি ইউনিয়নের বাঘমারা হেডম্যান পাড়ায় একজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম শৈচিংমং মারমা (৪০)। ১৪জুলাই দিবাগত রাত ১টায় বান্দরবান সদর উপজেলা নব গঠিত জামছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাঘমারা হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শৈচিংমং লামা উপজেলা রুপসী পাড়া ইউনিয়নের দরদরী নোয়াপাড়া গ্রামের খীদু মার্মার ছেলে। সে দুই কন্যা সন্তানের পিতা। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৫জুলাই সকাল ১০টায় বাঘমারা হেডম্যান পাড়ার প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত নিজ ঘর থেকে পুলিশ গলাকাটা একজনের লাশ উদ্ধার করেছে। নিহতের স্ত্রীর উম্যানু মার্মা (৩৬) বলেন, রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে মুখোশধারী ৩জন লোক হঠাৎ করে গভীর রাতে ঘরে ঢুকে তার স্বামীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
প্রতিবেশী আহ্লা মং মার্মা (৫০) বলেন, রাত দেড়টায় দিকে মৃতের স্ত্রী উম্যানু মার্মা চিৎকারে তার বাড়িতে গিয়ে দেখি, রক্তাক্ত অবস্থায় বিছানা লাশটি পড়ে আছে। তখন তিনি ভয়ে তাদেরকে পাশের বাড়ীতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
জামছড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান ক্যসিং শৈ মার্মা জানান, তিনি মূলত পেশায় একজন বর্গাচাষী কৃষক ও পার্ট টাইম ইলেক্ট্রিশিয়ান এর কাজ করতেন। ২০বছর আগে লামা-রুপসী পাড়া থেকে এসে ঘর জামাই হিসেবে বাঘমারা হেডম্যান পাড়ায় বসবাস করছেন। রাত্রে দূর্বৃত্তরা তার বাসায় ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাটি খুবই মর্মান্তিক।
এ বিষয়ে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অশোক কুমার পাল জানান, ঘটনাটি যেহেতু তদন্তাধীন আছে, এই মূহুতে সে জন্য এখনো কিছু বলা যাচ্ছে না।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, সে কোন রাজনৈতিক দলের সদস্য নয়। তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।