
উথোয়াইচিং মারমা, বান্দরবান প্রতিনিধিঃ
পার্বত্য বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ৭৪টি পরিবার পাচ্ছে গৃহসহ জমি।
এ উপলক্ষে আজ ১৯ জুলাই সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক সংবাদ সম্মেলণের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক বলেন, পার্বত্য বান্দরবানে বিশেষ করে ভূমি সমস্যাটা বেশি। আর এলাকা গুলো খুবই দূর্গম। তাই এবারে ঐসব এলাকাগুলোতে প্রধানমন্ত্রী কর্তৃক তৃতীয় পর্যায়ের ২য় ধাপে দেয়া ঘরগুলো টেকসই ভাবে নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
এবার বান্দরবান সদর উপজেলায় -১০টি, লামা উপজেলায় -৩৬টি, আলীকদম উপজেলায় -০৫টি, রুমা উপজেলায়- ১৪টি এবং রোয়াংছড়ি উপজেলায়-০৯টি মোট ৭৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তর করবেন বলে জানান জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শাহনেওয়াজ মেহেদি, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।