

উথোয়াইচিং মারমা, বান্দরবান প্রতিনিধিঃ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের আজ শুভ আষাঢ়ী পূর্ণিমা। এই পূর্ণিমা থেকে বৌদ্ধদের ত্রৈমাসিক বর্ষাব্রত শুরু হয়। শুরু হয় তিন মাসের জন্য আত্নসংযম, ধ্যানচর্চা ও উপোসর্থ ব্রতের শিক্ষা। এই আষাঢ়ী পূর্ণিমাকে কেন্দ্র করে বান্দরবানে বৌদ্ধধর্মালম্বীরা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে থাকে।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বয়স্ক পূজারিরা জেলার নিজ নিজ বিহারে সমবেত হয়ে পূণ্যলাভের জন্য ফুল পূজা, কাঁচা ফল পূজা, পানীয় পূজা, মোমবাতি ও আগরবাতি পূজাসহ নিজ হাতের তৈরি পিঠা ও ছোয়াইং (আহার) দান করে থাকেন বৌদ্ধ সম্প্রদায়ের ভক্তরা। ।সকালে নর-নারী, দায়ক-দায়িকা, উপাসক-উপাসীকাবৃন্দ পুনরায় বিহারে সমবেত হয়ে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে জল উৎসর্গ (পানি ঢালা), নগদ অর্থ দান, মোমবাতি ও হাজার প্রদীপ প্রজ্জ্বলন, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করে থাকেন। ওই সময় বিভিন্ন বিহারে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিহারাধ্যক্ষ কর্তৃক সমবেত বিশেষ প্রার্থনা এবং ধর্মীয় দেশনা দেওয়া হয়।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা। উল্লেখ্য, জনশ্রুতি আছে গৌতম বুদ্ধের ঊনত্রিশ বছর বয়সে সত্য অন্বেষণে গৃহত্যাগ, তাঁর মাতৃগর্ভে প্রতিসন্ধি, বৌদ্ধ ধর্ম প্রচার, বর্ষাবাস অধিষ্ঠান এবং মা রানী মহামায়াকে অভিধর্ম দেশনা । তাই পূণ্যময় এ তিথিটি ধর্মীয়ভাবে পালন করে আসছে বৌদ্ধ ধর্মালম্বীরা।