
জেলা প্রতিনিধি, গাইবান্ধঃ
গাইবান্ধা সদর উপজেলায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে চোর ধরার ফাঁদ পেতে রাখছিলেন আব্দুল আজিজ মিয়া নামের এক ইজিবাইক চালক। এ ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেল তারই ছেলে রাসেল মিয়া (৪)।
সোমবার (১৮ জুলাই) উপজেলার মালিবাড়ি ইউনিয়নের টোনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানা, ওই গ্রামের আব্দুল আজিজ মিয়া একজন ইজিবাইক চালক। তার বাইকটি যেন চুরি করতে না পারে এজন্য রাতের বেলায় বিদ্যুতের খোলা তারে সংযোগ দিয়ে রাখে। এ তারে তারই শিশু রাসেল মিয়া বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে মালিবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সোয়েব মো. রাসেল বলেন, আমি উপজেলা পরিষদ মিটিংয়ে আছি। ঘটনাটি লোকমুখে শুনেছি।