
আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা গ্রামের মতিউর রহমানকে বেধড়কভাবে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসী প্রতিবেশী শাহজাহান গং। গত সোমবার ১১ জুলাই দুপুরে খাবারের সময় অতর্কিতভাবে বসতভিটায় হামলা চালায় শেখ শাহজাহান, শেখ সাগর, শেখ শামীম, শেখ জুয়েল, মোছাঃ পারুল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেক চড়াই উতরাইয়ের মাধ্যমে নিজের জীবন ফিরে পেয়েছে মতিউর রহমান।
তিনি জানান, পাষন্ডরূপী শেখ শাহজাহান গংরা নিজ বাসস্থানে অবৈধভাবে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আমার সুন্দর সুস্থ জীবনকে আধারে ঢেলে দেয়। কোনদিন আগের মতো পুরোপুরি সুস্থ হব কি না এখনি পুরোপুরি বুঝে উঠতে পারছি না। কি কারণে পাষন্ডরা আমাকে মেরে ফেরতে চেয়েছিল তা এখনো জানি না। আমার ছেলে কাইয়ুম বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করিছেন। মামলা নং- ২৬/৩১১।
গত সোমবার ১১ জুলাই পবিত্র ঈদের পরের দিন আমাকে অমানবিকভাবে নির্যাতন ও হত্যার চেষ্টা করে যে নির্যাতন করেছে তা দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি। অভিযুক্ত আসামীরা পুলিশের ধরাছোয়ার বাহিরে থাকলেও এখনো আমাদেরকে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন তাদের ফোন নাম্বার ব্যবহার করে কুখ্যাত সন্ত্রাসী শেখ শাহজাহান গংদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনার জন্য। তারা ইউনিয়নের বেপোয়ারা ও সন্ত্রাসী প্রকৃতির হওয়াই তাদের বিরুদ্ধে সহজে কেউ কথা বলে না। আমার মতো অনেকেই আহত হয়েছে। ফলে ক্ষমতার কারণে তাদের কোন বিচার হয় না। ঈদের পরের দিন আমার উপর অমানবিক হামলার বিচার চাই।