

ভুবন কুমার শীল, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাঁতার শিখতে গিয়ে মুইন মিয়া (১২) নামের এক ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪: টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের বারোমাসিয়া নদীতে এ দুঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ওই গ্রামের ইলেকট্রনিক্স ব্যবসায়ী ওবাইদুল হকের ছেলে ও নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকালে কয়েকজন বন্ধুর সাথে বাড়ীর পাশের বারোমাসিয়া নদীতে সাঁতার শিখতে যায় শিশু মুইন মিয়া। সাঁতার শেখার এক পর্যায়ে বারোমাসিয়া নদীর তীব্র স্রোতে ডুবে যায় সে। বন্ধুরা তাকে অনেক খোজা খুঁজি করে না পেয়ে বাড়ীতে খবর দেয়। পড়ে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা গিয়ে নদীতে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে।
এ প্রসঙ্গে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী নিহত শিক্ষার্থীর মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছেন।