
শিল্পাঞ্চল প্রতিনিধি, সাভার (ঢাকা):
সাভারে যাত্রীবেশে চলন্ত বাসে ১৯ লাখ টাকা ডাকাতির ঘটনায় নাসির (৩০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার নাসির (৩০) সাভার পরিবহন নামের ওই যাত্রীবাহী বাসের চালক।
সোমবার (১৮ জুলাই) সকালে অন্যান্য আসামির সাথে তাকে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে সোমবার ভোর রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসির রাজধানীর কেরানীগঞ্জ থানার আলিপুর গ্রামের মৃত লিচু মিয়া। সে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ভাড়া থেকে যাত্রীবাহী বাস চালাতেন।
ভুক্তভোগীরা হলো- মেহেরপুরের গাংনী থানার রামকৃষ্ণপুর গ্রামের মো. সিদ্দিক (৫০), কিসমত আলী (৫৩) হানিফ (২৮) ও কালু (৩১)। তারা সবাই ঈদুল আযহা উপলক্ষে গাবতলি গরুর হাটে ১২ টি গরু বিক্রির জন্য এসেছিল।
পুলিশ জানায়, গত ৮ জুলাই গাবতলি গরুর হাটে গরু বিক্রি করে ১৯ লাখ টাকা নিয়ে মেহেরপুরের উদ্দেশ্য রওনা হন। পরে সাভার পরিবহণের একটি বাস তাদের মেহেরপুর পৌঁছে দেওয়ার কথা বলে বাসে তোলেন। কিছুক্ষণ পরেই বাসে থাকা ১০ থেকে ১৫ জন তাদের হঠাৎ মারধর শুরু করেন। তাদের হাত-পা ও চোখ বেধে তাদের কাছে থাকা গরু বিক্রির ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগীদের হাত-পা ও চোখ বাধা অবস্থায় ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকার কাজী এন্টারপ্রাইজের সামনে ফেলে রেখে চলে যায়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ভুক্তভোগীরা বাড়ি চলে যান এবং গত ১৩ জুলাই সাভারে এসে অজ্ঞাত ১৩-১৪ জনের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেন। আজ ভোর রাতে অভিযান চালিয়ে ডাকাত নাসিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
সাভার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, মামলা দায়ের হলে অভিযান পরিচালনা করে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।