

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
পটুয়াখালী – কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ব্রিকফিল্ড নামক স্থানের মোড়ে রাজিব পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ (২২) নামের এক বাসযাত্রী নিহত হয় এবং ৭ জন আহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার রাত আড়াইটার দিকে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের তথ্য পাওয়া যায় নাই।
জানা গেছে, শনিবার রাত আড়াইটার দিকে কুয়াকাটা গামী রাজিব পরিবহনের যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কেরপাশে খাদে পড়ে দুমড়ে মুছড়ে যায়। ওই বাসে থাকা ৮ যাত্রী গুরুতর জখম হয়। পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃসুমন খন্দকার গুরুতর আহত চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। বরিশাল নেয়ার পথে এদের মধ্যে রিয়াদ (২২) নামের এক বাসযাত্রী নিহত হয়। তারবাড়ী বরিশাল জেলার উজিরপুর উপজেলায়। ঘটনার পরপর ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী নিরাপত্তা প্রহরী কাজল ও ইউসুফ বলেন, হঠাৎ শব্দ শুনতে পাই এবং ঘটনা স্থানে ছুটে যাই। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটি রাস্তার পাশেখাদে পড়ে দুমড়ে মুড়ছে যায়। এতে অনেক আহত হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম মেডিকেলকলেজহাসপাতালেপাঠানোহয়েছে। এদেরমধ্যেরিয়াদ নামেরএকজনেরঅবস্থা আশঙ্কাজনক ছিল।
আমতলী থানারওসিএকেএমমিজানুররহমানবলেন,শনিবাররাতেআমতলীউপজেলারব্রিকফিল্ডনামক স্থানেবাসট্রাকেরমুখোমুখিসংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।তিনি আরো বলেন, ট্রাক ও বাসপুলিশ হেফাজতে রয়েছে।