
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের আইপিএস এর তার পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রাঙ্গুনিয়ার আলোচিত মুহাম্মদ সফি(৪০) প্রকাশ মাইক শফি’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার(১৬জুলাই)সকাল সাড়ে ৬টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড মুরাদ নগর এলাকায় এ-ঘটনা ঘটে।
মাইক সফি একি এলাকার মৃত তাজু মিয়ার ছেলে। সে উপজেলার রোয়াজারহাট বাজারের সফি মাইক সার্ভিস এন্ড সাউন্ড সিস্টেমের প্রোপাইটার। সে রাঙ্গুনিয়ায় মাইক সফি নামে বেশ পরিচিত।
মাইক সফির স্ত্রী সাহারা বেগম বলেন সকালে ক্ষেত থেকে এসে ঘরের আইপিএসের তার পরিবর্তন করতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। আমি যখন তাকে উদ্ধার করতে যাই আমাকেও ঝাঁকুনি দিয়ে ফেলে দেয়। তাৎক্ষণিক আমার ভাসুরের বউ মেইন সুইচ বন্ধ করে দেয়। পরে স্থানীয়রাসহ সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওয়ার্ড কাউন্সিল মুহাম্মদ তারেকুল ইসলাম চৌধুরী বলেন- খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। মুলত আইপিএসের তার পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সে মারা গেছে।
সে যে কোন অনুষ্ঠানে মোটরসাইকেল করে আট থেকে দশটি মাইক একসাথে বেঁধে অনুষ্ঠানস্থলে নিয়ে যেত বিধায় সে রাঙ্গুনিয়ায় মাইক সফি নামে বেশ পরিচিত ছিল।
মাইক সফির এক স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে রয়েছে। বড় মেয়ে ১০ম শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়ছে আরেক মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ে আর ছেলেটার বয়স মাত্র দুই বছর। এখন তার এমন মৃত্যতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। এদিকে মৃত মাইক সফিকে শেষ বারের মতো দেখতে ভীড় করছে এলাকার হিন্দু মুসলিম সকলে।