
সেন্ট্রাল ডেস্কঃ
সরকারের দুর্নীতির কারণে বিদ্যুতখাতসহ দেশের সার্বিক অর্থনীতি ধসের পথে বলে দাবি করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১৯শে জুরাই) সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, চলমান পরিস্থিতিতে মানুষ ফুঁসে উঠতে শুরু করেছে, এরমাধ্যমে ক্ষমতাসীনদের পতন তরান্বিত হবে। এসময় বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে সংকট সমাধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান বিএনপি মহাসচিব।
বিএনপির মহাসচিব বলেন, ঢাকা ওয়াসা কর্তৃক আবারও পানির দাম ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে। বিএনপি মনে করে, এনিয়ে গত ১৪ বছরে অন্তত ১৫ বার পানির দাম বাড়ানো হলো। অথচ ঢাকায় নাগরিকেরা শতকরা ৪০ ভাগও সুপেয় পানি পায় না। উপরন্তু ওয়াসার পানি ময়লা ও জীবাণুযুক্ত হওয়ায় পান করার অযোগ্য। একইসঙ্গে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক ৫৩টি অত্যাবশকীয় ওষুধের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয় সভায়।