
জেলা প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পেৃষ্টে হারুন মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার রামডাকুয়া গ্রামে এঘটনা ঘটে। হারুন মিয়া ওই গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, ওইসময় হারুন মিয়া বৈদ্যুতিক মোটরের সংযোগ দিচ্ছিলেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
বেলকা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্যাহ এ ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন।