
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
ভারতের আসাম সরকার নিয়ন্ত্রিত আসাম টি করর্পোরেশনের মালিকাধীন করিমগঞ্জ জেলার ইছাবিল চা বাগান। সেখানে চলমান উচ্ছেদ বন্ধ রেখে আলোচনার মাধ্যমে রাস্তা বের করতে আর্জি জানিয়েছেন বিরোধীদলের বিধায়করা। আসাম বিধানসভার বিরোধী দলগুলি সোমবার এনিয়ে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা করিমগঞ্জ জেলার পাথারকান্দির উচ্ছেদ বন্ধ করার নির্দেশ দিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আর্জি জানান। স্মারকপত্র দিয়ে বলেন, একদিকে এই সময়ে করোনার প্রকোপ বেড়ে চলেছে। অন্যদিকে, চলছে বন্যার দাপট। মানুষ এমনিতেই এখন দিশেহারা। প্রতিনিধিদলে ছিলেন আসাম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, উপনেতা রকিবুল হোসেন, ইউডিএফ বিধায়ক একে রসিদ আলম, সিপিএম বিধায়ক মনোরঞ্জন তালুকদার, রাইজর দলের অখিল গগৈ প্রমূখ। তাঁরা সুপ্রিম কোর্টের এক রায় উদ্ধৃত করে বলেন,আশ্রয়ের অধিকার ও মৌলিক অধিকার। তাদের বিকল্প বাসস্থান বা পুর্নবাসনের ব্যবস্থা না করে এভাবে গুঁড়িয়ে দেওয়াকে তাঁরা সংবিধান লংঘন, মানবাধিকার লংঘন বলে অভিযুক্ত করেন। মুখ্যমন্ত্রী ডঃ শর্মা জানান, কারও যদি পাট্রা থাকার পরও বাড়িঘর গুঁড়িয়ে দেয়, সরকার তাদের ক্ষতিপূরণ দিয়ে পুর্নবাসনের ব্যবস্থা করবে। কিন্তু জবর দখলকারীদের কোনও দয়া দেখানো হবে না বলে মুখ্যমন্ত্রী শুনিয়ে দেন।