
গাজীপুর থেকে সংবাদদাতাঃ
গাজীপুরের শ্রীপুরে ঈদুল আজহার দিন রাত আটটায় গ্রেমিকার সাথে বিয়ের দিন ক্ষণ ঠিক ছিলো। ৩ঘন্টা আগেই প্রেমিক রুমান শেখ (১৭) রহস্যজনক ভাবে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনা ঘটেছে রবিবার (১০জুলাই) বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের কোষাদিয়া গ্রামে। নিহত রুমান শেখ ওই গ্রামের মো.আশরাফুল ইসলামের ছেলে । সে বরমী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।ঘটনার সত্যতা নিশ্চত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অমল চন্দ সরকার জানান, খবর পেয়ে রবিবার রাত আটটারদিকে শ্রীপুর উপজেলা হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়।নিহতের দাদা মো. ইসমাইল হোসেন জানান, রুমান তার বাবা-মার সাথে অন্য বাড়িতে থাকতো। ঈদের দিন বিকেল চারটার দিকে তার বাড়ি এসে একটি ঘরে শুয়ে থাকে। বিকেল পাঁচটারদিকে পুত্রবধু সাজেদা রুমানকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বাবা আশরাফুল ইসলাম জানান, ঈদের কেনাকাটার জন্য ৫হাজার টাকা চেয়েছিল রুমান। শনিবার (৯জুলাই) তাকে ৩হাজার টাকা দেয়া হয়। সহপাঠি এক মেয়ের সাথে রুমানের প্রেমের সম্পর্ক ছিলো। বিষয়টি তার জানা ছিলোনা। ঘটনাটি স্থানীয় ভাবে প্রকাশ পায়। এলাকার গন্যমান্যরা ঈদেরদিন রবিবার (১০জুলাই) রাত আটটায় তাদের বিয়ের দিন ক্ষণ ঠিক করেছিলো। তিন ঘন্টা আগেই সে আত্মহত্যা করলো। কেন এমনটি করলো তার কিছুই তিনি জানেনা।