
আসাম প্রতিনিধিঃ
২০টি বুলডোজার দিয়ে অবৈধ ৯০টি বসত গৃহ গুড়িয়ে দিল প্রশাসন। শনিবার ভারতের আসামরাজ্যের করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির ইছাবিল জিপির কটামনি এলাকার তেজপুর( অলইদউরা) ও ইছারপার গ্রামে উচ্ছেদ অভিযান চালালো সার্কল প্রশাসন। প্রথমদিনে প্রশাসনের বুলডোজার গুড়িয়ে দিল ৯০টি বসত গৃহ। মূলত ইছাবিল এটিসি চা বাগানের বেদখলকৃত প্রায় বারো’শ বিঘা সরকারি খাস ভূমি জবর দখল মুক্ত করতে এদিন সকাল থেকে দিনভর ইছাবিলের স্থানে স্থানে চলল প্রশাসনের বুলডোজার। সার্কল অফিসার অর্পিতা দত্ত মজুমদারের নেতৃত্বে ২০টি বুলডোজার কাজে লাগানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরুষ ও মহিলা পুলিশ কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়াও উপস্থিত ছিলেন সাউদার্ন ডিআইজি কংকনজ্যোতি শইকিয়া, এসপি পদ্মনাভ বরুয়া, এএসপি গীতার্থ দেবশর্মা, এডিসি জেমস আইন্ড, সদর এডিসি বিপুল কুমার দাস, ওসি চিরঞ্জিৎ কুমার বরা প্রমূখ।
অভিযান চলাকালে পুরো পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন করিমগঞ্জ জেলাশাসক মৃদুল কুমার যাদব। এদিন সকাল ১০টা থেকে এলাকার ইছাবিল ও ইদারপার মৌজায় রনংদেহি মেজাজে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। বিকাল ৩টার মধ্যে তারা প্রথমদিনের উচ্ছেদ অভিযান গুটিয়ে নেয়। সার্কল অফিসার অর্পিতা দত্ত মজুমদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কারও কাছে জমির কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এদিকে, ভূমিহীন পরিবারের লোকদের মধ্যে হাহাকার দেখা দেয়। চোখের সামনে বসত গৃহের ধ্বংসলীলা দেখে অনেকে মোর্ছায় যান। শিশুদের কান্নায় ভারি হয়ে উঠে আকাশ বাতাস। তবুও থামেনি বুলডোজার।