
স্টাফ রিপোর্টার, রাজশাহী :
রাজশাহীর পবায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত গেরেজান বেগম (৭৫) পবা উপজেলার বামনশিকর উত্তরপাড়া মৃত ইয়াকুব আলীর স্ত্রী। শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাতের কোন এক সময় বামনশিকর এলাকার নিজবাড়িতে এই হত্যাকাণ্ডের শিকার হন ওই বৃদ্ধা।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃদ্ধার মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও হত্যার কারণ জানা যায়নি। কাউকে আটকও করা সম্ভব হয়নি।
এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।