
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছাত্রলীগ নেতা হাসিবুল বাশারকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, বৃহস্পতিবার নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মানিক মিয়ার ছেলে রকি (২৬) ও মহবুল্যাপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে বাহার উদ্দিন (২২)। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। অপর আসামিদের ধরতে অভিযান চলছে।
প্রসঙ্গত, ছাত্রলীগের বেগমগঞ্জ উপজেলা কমিটির সদস্য হাসিবুল বাশার বৃহস্পতিবার দুপুরে গোপালপুর ইউনিয়নের সোবহান মার্কেট দিয়ে তার এক বন্ধুসহ মোটরসাইকেলে গরু বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় যুবলীগ কর্মী হাসানের নেতৃত্বে মাসুম, মিন্টু, জয়, রকি, জাহিদ’সহ কয়েকজন অস্ত্রধারী তাদের গতিরোধ করে। তারা হাসিবুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে জোড়া পোল এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সেখান থেকে উদ্ধার করে হাসিবুলকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে হাসিবুলের মৃতদেহ বাড়ি নেওয়ার সময় বেগমগঞ্জের চৌরাস্তায় ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় চৌমুহনী-মাইজদী ও চৌমুহনী-লক্ষীপুর-ফেণী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বেগমগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক থেকে ফিরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।