

আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ ভারতের আসামরাজ্যের বেতুকান্দি বাঁধ কান্ডের বিচার বিভাগীয় তদন্ত, কাছাড় জেলার বন্যাক্রান্ত প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও বানভাসিদের সহায়তা প্রদানে রাজ্য সরকার ও জেলা প্রশাসনের দুর্নীতি রোধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন এসইউসিআই( কমিউনিস্ট ) দলের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। শুক্রবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ চলাকালে দলের সদস্যরা শিলচরের প্রলয়ংকারী বন্যার জন্য রাজ্য সরকার ও জেলা প্রশাসনের চরম উদাসীনতা ও দুর্নীতির বিরুদ্ধে ধিক্কার জানান। এদিন দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও বক্তব্য পর্ব শেষে আসামের রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকপত্র কাছাড় জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুং এর হাতে তুলে দেওয়া হয়। স্মারকপত্রে বেতুকান্দি কান্ডের বিচার বিভাগীয় তদন্ত, ত্রাণ বন্টনে দুর্নীতি রোধ ও বানভাসিদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, শ্যামদেও কুর্মী, সুব্রত চন্দ্র নাথ, মাধব ঘোষ ও হিল্লোল ভট্টাচার্য প্রমূখ।