
আমিরুল ইসলাম, নকলা-নালিতাবাড়ী প্রতিনিধিঃ
যাত্রীদের নিকট সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শেরপুরের নকলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত তিন বাস মালিককে জরিমানা করেছেন।
নকলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ আজ শনিবার (১৬ জুলাই) বিকেলে পৌর শহরের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ সাংবাদিকদের জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা কালে তিনটি বাস মালিককে অতিরিক্ত যাত্রী ভাড়া নেয়ার দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সর্বমোট ৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও কয়েকটি বাসে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফিরত দিতে বাধ্য করা হয়। এখন থেকে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমান আদালত চলাকালীন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।