
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
চলমান তাপদাহের মধ্যে বৃষ্টি না হওয়ায় দিনাজপুরের বোচাগঞ্জের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচন্ড খরতাপে পুড়ছে জনজীবন। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। প্রকৃতি শ্রাবণে পা দিলেও নেই বৃষ্টির দেখা।বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর।
আজ (১৬ জুলাই) শনিবার সকাল সাড়ে ৮ টায় সেতাবগঞ্জ পৌর ঈদগাঁ মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তেষার নামায আদায় করে মোনাজত করা হয়।
সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক প্রভাষক আবু তাহের সিদ্দিকীর ইমামতিতে দুই রাকাত ইস্তেখফার নামাজ আদায় শেষ করে মহান রাব্বুল আল আমিনের দরবারে বৃষ্টির জন্য মোনাজত করা হয়। এ সময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম সহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ ও মোনাজাতে অংশ নেন।