
বিশাল রহমান,ঠাকুরগাঁও: পঞ্চগড়ের বোদা হাইওয়ে থানার উদ্যোগে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক কার্যক্রম ও সড়কপথে চাঁদাবাজি বন্ধ করে প্রশংসায় ভাসছেন বোদা হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
খোঁজ নিয়ে জানা গেছে বোদা হাইওয়ে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে শ্রমিক পথচারীদের নিয়ে সভা-সমাবেশ, মাইকিং করে প্রচারণা এবং সড়কপথে অবাধ চাঁদাবাজি বন্ধ করে জনগণের প্রশংসায় ভাসছেন বোদা হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
এ বিষয়ে বোদা হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম দৈনিক দেশবাংলাকে বলেন মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে শ্রমিক – মালিকদের সঙ্গে ধারাবাহিক মিটিং করে আমরা আমাদের কর্মএলাকাকে চাঁদাবাজিমুক্ত মহাসড়ক উপহার দিয়েছি। এছাড়াও মোটরযান আইনে মামলা দায়ের করে সরকারের রাজস্ব আদায়সহ সড়ক দূর্ঘটনা রোধে সভা-সমাবেশ ও মাইকিং করে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছি।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা খায়রুল ইসলাম ও ট্রাক ট্যাংকলরি মালিক সমিতির আবু বক্কর সিদ্দিক বলেন বোদা হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম মহাসড়কে থ্রিহুইলার বন্ধ করতে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে সংগে নিয়ে নানাবিধ কর্মসূচি হাতে নেওয়ার কারণে সড়ক দূর্ঘটনা হ্রাস পেয়েছে। বোদা হাইওয়ে থানার মহাসড়ক ব্যবহারকারী যাত্রীদের প্রশংসায় ভাসছেন ওসি হাইওয়ে শরিফুল ইসলামসহ কর্মকর্তাগণ। বাংলাদেশের সমস্ত মহাসড়কে এরকম কার্যক্রম গ্রহণ করলে সড়ক দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে স্থানীয় সুশীল সমাজ মনে করেন।