
তোফাজ্জল হোসেন বোদা ( পঞ্চগড় ) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদায় ঈদের আনন্দে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারা গেলো নাতি মিরাজ (১০) বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিরাজ বোদা পৌরসভার সর্দার পাড়া এলাকার সুলতান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার ঈদ উপলক্ষে মেরাজ তার মায়ের সাথে নানা বাড়ি পাথরাজে বেড়াতে আসে। পরে বুধবার দুপুরে মিরাজ নানা বাড়ির পাশের একটি পুকুরে একাই গোসল করতে যায়। সে সাতাঁর না জানায় পানির গভীর ডুবে যায়। এদিকে দির্ঘ সময়ে মিরাজকে না পেয়ে খুঁজতে থাকে স্বজনরা, পরে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে বোদা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে বোদা থানার উপ-পরিদর্শক আতিয়ার রহমান পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।