

কবির হোসেন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ( কেপিএম) আবাসিক ব্রিকফিল্ডের পরিত্যক্ত ভবন হতে চুরির প্রস্তুতিকালীন দু’চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার(১৬জুুলাই) দিবাগত রাত কেপিএম ডিসিএল বাংলো ক্যাম্পের পুলিশ সদস্যরা ও স্থানীয় জনতার সহযোগীতায় তাদের আটক করা হয়। আটক চোর ১নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদশা মাঝির ঘোনার বাচ্চু মিয়ার ছেলে মো.সেলিম(৩৫) ও পুকুর পাড় এলাকার বাসিন্দা জাফর আহমদের ছেলে মো.সবুজ(৩০)।
কেপিএম ডিসিএল বাংলো পুলিশ ক্যাম্প ইনচার্জ দীপক বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার দিবাগত রাতে কেপিএম ব্রিকফিল্ড মাঠ সংলগ্ন পরিত্যক্ত ভবনের ভিতর চুরি করার জন্য প্রবেশ করে। ওই পরিত্যক্ত ভবনে কিছু একটা শব্দ শুনতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক তাদের খবর দেয়। পরে দ্রুত ক্যাম্পের পুলিশ সদস্যদের নিয়ে ছুটে যান। এবং স্থানীয় জনতাদের সহযোগীতায় পরিত্যক্ত ভবনটি ঘিরে ফেলে। একপর্যায়ে ভবনের ভিতর প্রবেশকরে দু’চোরকে আটক করে। তাদের আরএক সহযোগি চোর এসময় পালিয়ে যায়।
কাপ্তাই থানার মো. জসীম উদ্দীন(ওসি) জানান, আটককৃত চোরদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং শনিবার রাঙামাটি আদালতে সোপর্দ করা হবে।