
পটুয়াখালী থেকে সংবাদদাতাঃ
বেড়েধন নদীর ওপর মির্জাগঞ্জ – জলিসা সংযোগ ব্রিজের কাজ শুরু না করেই কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ইউজেআর ওল্ড ইউপিসি জলিসা বাজার রোডের বেড়েধন খালের ওপর ৪৭ মিটার আরসিসি গার্ডার ব্রিজে নির্মান কাজ শুরু আগেই উপজেলা এলজিইডির সাথে আতাত করে ১ কোটি ৭ লাখ টাকার বিল উত্তোলন করেন বলে জানাযায় । জানাযায়, ২০২১-২২ অর্থ বছরে জাইকার অর্থায়নে পটুয়াখালী এলজিইডি ৭ কোটি ৮৪ লাখ ৩২ হাজার ৪৪৯ টাকা ব্যয়ে ব্রিজটি দরপত্র আহ্বান করেন। এতে পটুয়াখালীর মেসার্স এনায়েত হোসেন নামের ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়।ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে ৬ কোটি ৩২ লাখ ৯২ হাজার ৪৩৭ টাকায় চুক্তিবদ্ধ হন।চলতি বছরের ২৭ জুন কাজটি শুরু করা কথা। কাজটি তদারকি দায়িত্ব পান মির্জাগঞ্জ উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোঃ সোহাগ হোসেন।
মোঃ তৈয়ব আলী ও মোঃ মধু মিয়াসহ একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, এখানে কোন ব্রিজের কাজ শুরু হয়নি। শুধু কয়েকটি গাছ দাড় করিয়ে রাখছে।
ঠিকাদার মোঃ এনায়েত হোসেন বলেন, আমি কোন বিল উত্তোলন করিনি। উপসহকারী প্রকৌশলী মোঃ সোহাগ হোসেন বলেন, বিল উত্তোলনের বিষয়ে অস্বীকার করেন। উপজেলা প্রকৌশলী মোঃ আশিকুর রহমান জানান, কোন চলতি বিল দেওয়া হয়নি।
পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) জিএম শাহাবুদ্দিনের ফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।