
সুজন চক্রবর্তী, আসাম (ভারত):
জালনোট সহ মেশিন বাজেয়াপ্ত করলেন ভারতের আসাম রাজ্যের কাছাড়জেলার ধলাই পুলিশ। গ্রেফতার করা হয় ৪ জনকে।
রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভাগার রাজঘাটে ও জামালপুরে অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করল ধলাই পুলিশ বাহিনী। জালনোট সহ তৈরি করার মেশিন ও ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
অভিযানে পুলিশ ১লাখ ২১ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে। জালনোট তৈরির মেশিন ও জালনোটের কাগজ ও বাজেয়াপ্ত করা হয়।
ধৃতরা হলেন যথাক্রমে সালেম উদ্দিন লস্কর, সেলিম উদ্দিন চৌধুরী, রিয়াজ উদ্দিন লস্কর ও হোসেন আহমেদ। তারা দীর্ঘদিন ধরে আসামরাজ্যের কাছাড় সহ মিজোরামে জালনোট পাচার করে আসছিল।