
খোন্দকার আব্দুল্লাহ বাশারঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ৩০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। সোমবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন”র (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল কর্তৃক ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের পাকা রাস্তার উপর হতে (সীমান্ত মেইন পিলার ৪৮ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) তাদেরকে আটক করা হয়। বিজিবির অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মোঃ তারেক বিষয় টি নিশ্চিত করেন। আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ, ১০ জন নারী ও ১১ জন শিশু রয়েছে।
আটককৃতরা হলো,মোঃ ইনামুল গাজী (৩৪), পিতা- মোঃ রশিদ গাজী, মোছাঃ শাহানাজ পারভীন (২৫), স্বামী- মোঃ ইনামুল গাজী, আসিফ গাজী (৮), পিতা- মোঃ ইনামুল গাজী, আছিয়া (০২), পিতা- মোঃ ইনামুল গাজী সকলের গ্রাম- শ্যামকুড়, পোষ্ট- চিনাটোলা বাজার, থানা- মনিরামপুর, জেলা- যশোর, মোঃ সবুজ শেখ-(৩৩), পিতা- মোঃ শফিউদ্দিন শেখ, নাজিমা সুলতানা (২৩), স্বামী- মোঃ সবুজ শেখ, আন নাজমুস সাকিব (৫), পিতা- মোঃ সবুজ শেখ, মোঃ সোয়াইব ইসলাম (০২), পিতা- মোঃ সবুজ শেখ সকলের গ্রাম- যড়গাতী, পোষ্ট- সিংগাশোলপুর, থানা+জেলা- নড়াইল, ভিগঙ্গা (৩৩), পিতা- বাংগারী নকারাজু, বাংগারী শান্তি (২৬), স্বামী- ভিগঙ্গা, ভিসিদ্ধু (০৬), পিতা- ভিগঙ্গা, বাংগারী তুলসী (১০), পিতা- বাংগারী ইসারাও প্রত্যেকের- গ্রাম- ৩ নং ওয়ারী সুইপার কলোনী, পোষ্ট- দয়াগঞ্জ, থানা- নতুন সড়ক গান্ডারিয়া, জেলা- ঢাকা, মোঃ হালিম মোল্যা (২৬), পিতা- মৃতঃ আক্তার মোল্যা, আজমীরা খাতুন (২৩), স্বামী- মোঃ হালিম মোল্যা, আছিয়া খাতুন (০২), পিতা- মোঃ হালিম মোল্যা, প্রত্যেকের- গ্রাম-পাঁচ কাউনিয়া, পোষ্ট- কুলছুর, থানা- কালিয়া, জেলা-নড়াইল, সাগরিকা (২১), স্বামী- মাসুদ শেখ, সিনহা (০১), উভয়ের ঠিকানা গ্রাম- কৃষ্ণপুর, পোষ্ট- পেরলী, থানা- কালিয়া, জেলা-নড়াইল, রীনা বেগম (৩৪), স্বামী- আউয়াল শেখ, লামিয়া আক্তার (০২), পিতা- আওয়াল শেখ উভয়ের ঠিকানা গ্রাম+পোষ্ট- সানকিভাঙ্গা, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, মিসেস শাহিদা বেগম (২৫), স্বামী- মোঃ আবুল কালাম হাওলাদার, ফারজানা আক্তার (০৯), পিতা- আবুল কালাম হাওলাদার, উভয়ের ঠিকানা গ্রাম- গুলিশাখালী, পোষ্ট- পিসি বাড়ইখালী, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, মোছাঃ স্বপ্না খাতুন (২৬), পিতা- মৃতঃ আজগর শেখ, গ্রাম- বড় সালামতপুর, পোষ্ট- সরষকাঠি, থানা- মনিরামপুর, জেলা- যশোর, সিরিনা খাতুন (২৪), পিতা- মৃতঃ আজগর শেখ, গ্রাম- পাড়দিয়া, পোষ্ট- চন্ডিপুর, থানা- মনিরামপুর, জেলা- যশোর, প্রশান্তি মন্ডল (৫০), পিতা- মৃতঃ সুদান মন্ডল, গ্রাম- গোবিন্দপুর, পোষ্ট- চিরাবাজার, থানা- কেশবপুর, জেলা- যশোর, মোছাঃ আছিয়া আক্তার (৩৫), পিতা- মৃতঃ মনির হোসেন, গ্রাম+পোষ্ট- বসুন্দিয়া, থানা+জেলা- যশোর, আদোরী খানম (১৫), পিতা- মোঃ শিমুল শেখ, গ্রাম+পোষ্ট- ঘোড়াখালী, থানা+জেলা- নড়াইল, আকিজুল ইসলাম (১৯), পিতা- মোঃ শরিফুল ইসলাম, গ্রাম+পোষ্ট- উজাইমারী, থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা, মোঃ রুস্তম শেখ (২৮), পিতা- আঃ লতিফ হাওলাদার, গ্রাম- বরিশাল, পোষ্ট- সন্যাসী, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, মোঃ ওহিদুল আকন (৩৭), পিতা- মৃতঃ মোবারক আলী, গ্রাম- ফাসির তলা, পোষ্ট- সন্ন্যাসী বাজার, থানা- মোড়লঞ্জ, জেলা-বাগেরহাট, এবং অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী আসামী মোঃ তৌফিক (২৫), পিতা- মোঃ মোশারফ তরফদার, গ্রাম- পাথরা, পোষ্ট- জলুলী, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ সকলকে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা/সহায়তা করার অপরাধে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপার/সহায়তার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছ।